ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি

২০২৫ ডিসেম্বর ২৮ ১৬:৩০:৪৮

শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড এর নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। আজ রবিবার (২৮ ডিসেম্বর) ডিএসই সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির নতুন নাম হবে 'প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি'। এর আগে কোম্পানিটি 'প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড' নামে পরিচিত ছিল। এই নতুন নাম আগামীকাল ২৯ ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

কোম্পানিটি জানিয়েছে যে, শুধুমাত্র নাম পরিবর্তন ছাড়া কোম্পানি সংক্রান্ত অন্যান্য সকল তথ্য অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, শেয়ার বাজারে কোম্পানিটির ট্রেডিং কোড, ক্যাটাগরি, ফেস ভ্যালু এবং অন্যান্য ব্যবসায়িক তথ্য আগের মতোই বহাল থাকবে। নাম পরিবর্তনের এই প্রক্রিয়াটি ডিএসইর লিস্টিং রেগুলেশন এবং সংশোধিত কোম্পানি আইন অনুযায়ী সম্পন্ন করা হয়েছে।

মূলত সরকারি নিয়ম ও সংশোধিত কোম্পানি আইন অনুযায়ী, পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকে তাদের নামের শেষে 'পিএলসি' যুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রগতি ইন্স্যুরেন্স তাদের করপোরেট কাঠামো ও ব্র্যান্ডিং আধুনিকায়নের লক্ষ্যে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করল।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত