ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেস: রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

২০২৫ ডিসেম্বর ২৭ ২২:১৫:১৯

সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেস: রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

সরকার ফারাবী: ঘরের মাঠে জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ১ রান, হাতে ছিল মাত্র ১ উইকেট। এমন স্নায়ুচাপের মুহূর্তে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ল সিলেট টাইটান্স। নোয়াখালী এক্সপ্রেসের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯ উইকেট হারিয়ে ইনিংসের একদম শেষ বলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

খালেদ ঝড়ে লন্ডভন্ড নোয়াখালীর টপ অর্ডার

টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠের উইকেটে শুরুতেই আগুন ঝরান পেসার খালেদ আহমেদ। তাঁর বিধ্বংসী স্পেলে (৪/২৩) মাত্র ৯ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে নোয়াখালী। তবে ওপেনারদের ব্যর্থতার দিনে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন। তাঁর ধৈর্যশীল ৫১ বলে অপরাজিত ৬১ রান এবং জাকের আলীর ২৯ রানের ক্যামিও ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানের লড়াকু পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস।

পারভেজ ইমনের লড়াই ও শেষ ওভারের নাটকীয়তা

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেটও শুরুতে হোঁচট খায়। ০ রানেই সাজঘরে ফেরেন সাইম আইয়ুব। তবে ওপেনার পারভেজ হোসেন ইমন এক প্রান্ত আগলে রেখে খেলেন ৬০ রানের (৪১ বল) দুর্দান্ত এক ইনিংস। মিরাজ ৩৩ রান করে জয়ের পথ সহজ করলেও শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট।

শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১১ রান। বোলিংয়ে ছিলেন সাব্বির হোসেন। প্রথম দুই বল ডট হওয়ার পর তৃতীয় বলটি ‘নো’ হলে সমীকরণ পাল্টে যায়। পরের বলে ছক্কা ও চারে ম্যাচ সিলেটের নাগালে চলে আসে। পঞ্চম বলে রান আউট হয়ে ম্যাচ আবারও টাই হওয়ার উপক্রম হয়। তবে শেষ বলে প্রয়োজনীয় ১ রান নিয়ে ১ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সিলেট টাইটান্স।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

দল রান/উইকেট ওভার সেরা পারফর্মার
নোয়াখালী এক্সপ্রেস ১৪৩/৭ ২০.০ অঙ্কন ৬১*, জাকের ২৯; খালেদ ৪/২৩
সিলেট টাইটান্স ১৪৪/৯ ২০.০ পারভেজ ইমন ৬০, মিরাজ ৩৩; রানা ৪/৩৪

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ