ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

৮ আসনে প্রার্থী রদবদল করল বিএনপি

২০২৫ ডিসেম্বর ২৭ ২১:৩৫:২১

৮ আসনে প্রার্থী রদবদল করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু আসনে তাদের প্রাথমিক মনোনীত প্রার্থীদের তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি। চট্টগ্রামের তিনটি, যশোরের চারটি এবং ঢাকা ও পিরোজপুরের একটি করে আসনে এই রদবদল করা হয়েছে। দলীয় কৌশল এবং যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আসন সমঝোতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঢাকা ও পিরোজপুর: ঢাকা-১২ আসনে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে সরিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে সমর্থন দিয়েছে বিএনপি। অন্যদিকে, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দারের পরিবর্তে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। মূলত বার্ধক্য ও অসুস্থতার কারণে মোস্তফা জামাল হায়দারকে সরিয়ে এখানে দলীয় প্রার্থী বেছে নিয়েছে বিএনপি।

চট্টগ্রামের রদবদল: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন কারামুক্ত নেতা মোহাম্মদ আসলাম চৌধুরী। চট্টগ্রাম-১০ আসনে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। আর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে প্রার্থী করা হয়েছে।

যশোরের ব্যাপক পরিবর্তন: যশোরের ছয়টি আসনের মধ্যে চারটিতেই প্রার্থী বদলেছে বিএনপি। যশোর-১ (শার্শা) আসনে মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটন, যশোর-৪ আসনে টিএস আইয়ূবের বদলে মতিয়ার রহমান ফারাজী, যশোর-৬ (কেশবপুর) আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া যশোর-৫ (মণিরামপুর) আসনটি শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে প্রার্থী হচ্ছেন মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূলের জনমত ও আইনি জটিলতা এড়াতে এই পরিবর্তনগুলো আনা হয়েছে। বিশেষ করে যশোর-৪ আসনে টিএস আইয়ূবের ব্যাংক সংক্রান্ত জটিলতা থাকায় মতিয়ার রহমান ফারাজীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত