ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২
আজ চার জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের কারণে আজ শনিবার (২৭ ডিসেম্বর) দেশের চারটি জেলায় নির্ধারিত সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও বিভাগগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ চালু হতে পারে।
উখিয়ায় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন
উখিয়া উপকেন্দ্র (উখিয়া–১, ২৫ এমভিএ)-এর বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে রাজাপালং, উপজেলা কমপ্লেক্স, উখিয়া থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, ৮ ও ১৪ এপিবিএন এলাকা, উখিয়া বাজার, ফলিয়াপাড়া, মালভিটাপাড়া, হাজিরপাড়া, ছয়তারা, কাশিয়ার বিল, ডেলপাড়া, টাইপালং, আদালতপাড়া, জামতলী, জাদিমোরা, বটতলী, খয়রাতিপাড়া, দরগার বিল, দুসরি, কুতুপালং বাজার, রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এছাড়া উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা, কোটবাজার, মনি মার্কেট, তেলিপাড়া, হরিণমারা, তুতুর বিল, সাদরি কাটা, ঝাউতলা, চৌধুরীপাড়া, হিজলিয়া স্টেশন, ধুরুমখালী, রত্নাপালং, চাকবৈঠা, কামারিয়াবিল, ভালুকিয়া, গয়ালমারা, ক্লাসোপাড়া, মৌলভীপাড়া, কুমির প্রজেক্ট, উত্তর ও দক্ষিণ পুকুরিয়া এবং রুহুল্লাহ ডেবার আশপাশের এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জয়পুরহাটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ
জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ (নেসকো) জানিয়েছে, ১১ কেভি লাইনের পাশে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি আমতলী ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে বাটার মোড় থেকে সদর রোডের উত্তর পাশ, আমতলী, সিও কলোনী, হাসপাতাল মোড়, পাটারপাড়া, জব্বার মণ্ডলপাড়া, পশু হাসপাতাল মোড়, সবুজ নগর, পাচুরচক রোড, সগুনা, বাবুপাড়া, হাউজিং কলোনী, বাস টার্মিনাল, মুসলিম নগর, হাড়াইল ও ট্রাক টার্মিনাল এলাকায় বিদ্যুৎ থাকবে না।
মুন্সিগঞ্জে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চসার (MU-2) উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে শহরের ২৯টি এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে পঞ্চসার (আংশিক), মানিকপুর দশতলা (আংশিক), গণকপাড়া, কোর্টগাঁও, সরদারপাড়া, দেওভোগ, টেনিস ক্লাব, এলজিইডি অফিস, সরকারি মহিলা কলেজ, মুন্সিগঞ্জ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মুক্তারপুর (আংশিক), বিসিক শিল্প এলাকা ও ডিঙ্গাভাঙ্গা (আংশিক)সহ আশপাশের এলাকা।
সিলেটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন
এদিকে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, আগামী শনিবার (২৫ জানুয়ারি) সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় মেইনটেনেন্স কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর আওতায় যতোপুর, টিলাগড়, এমসি কলেজ, শিবগঞ্জ, মিরাবাজার, বন্দরবাজার, জেলরোড, লালদিঘীরপাড়, শেখঘাট, কাজিরবাজার, মেডিক্যাল রোড, রিকাবীবাজারসহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের কারণে সৃষ্ট সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত এবং গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন