ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যরাতের পর আকাশে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়ে ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এসব ফ্লাইট কলকাতায় অবতরণ করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, রাত ১টার পর থেকেই ফ্লাইট চলাচলে বিঘ্ন দেখা দেয়। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। এছাড়া রাত সাড়ে ৩টার দিকে সৌদি আরবের দাম্মাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটও অবতরণে ব্যর্থ হয়ে কলকাতা বিমানবন্দরে গমন করে।
একই পরিস্থিতিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আসা দুটি ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের তুলনায় ২ থেকে ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ঢাকা পোস্টকে জানান, কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট কুয়াশার কারণে ডাইভার্ট করে কলকাতায় পাঠানো হয়েছে।
তবে বিমানবন্দর সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, একই কারণে আরও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সড়ক ও নৌপথের পাশাপাশি বিমান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি শীতের অনুভূতিও আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ
- বোনাস অনুমোদনে দ্বিমুখী নীতি, প্রশ্নের মুখে বিএসইসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ-ফলাফল দেখবেন যেভাবে