ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
পূর্বাচল-বিমানবন্দর রুটে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশপথ পূর্বাচল ও বিমানবন্দর রুটে বর্জ্য–আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। নগর পরিচ্ছন্নতার অংশ হিসেবে দলটি স্বেচ্ছাশ্রমে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে, যা শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হবে।
শুক্রবার সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা–কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট), বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণের কাজ করবেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
দীর্ঘ ১৭ বছর পর সপরিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন লাখো নেতা–কর্মী। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই যাত্রাপথজুড়ে ছিল বিপুল জনসমাগম। পরে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় বিশাল জনসমাবেশে বক্তব্য দেন তিনি।
দলের ফেসবুক পোস্টে জানানো হয়, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই অভূতপূর্ব জনসমাবেশের ফলে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, জনস্বার্থ বিবেচনায় তা দ্রুত সরিয়ে ফেলা হবে। শুক্রবার সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে নামবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনও তার ফেসবুক পেজে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য–আবর্জনা জনস্বার্থ বিবেচনায় অপসারণে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম শুক্রবার সকাল থেকে শুরু হবে।’
জনস্বার্থে নেওয়া এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া নেতা–কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন নগর গড়তে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ
- বোনাস অনুমোদনে দ্বিমুখী নীতি, প্রশ্নের মুখে বিএসইসি