ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
এবারের বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের বদলে যা থাকছে
সরকার ফারাবী: চিরাচরিত সেই ধুমধাম আর জমকালো কনসার্ট থাকছে না এবারের বিপিএলে। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে ক্রিকেট ভক্তদের হতাশ না করে ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠের লড়াই শুরুর আগে ও ম্যাচের বিরতিতে ছোট পরিসরে কিছু ভিন্নধর্মী অনুষ্ঠানের পরিকল্পনা রাখা হয়েছে।
কেন বাতিল হলো উদ্বোধনী অনুষ্ঠান?প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৪ ডিসেম্বর ঢাকায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু নিরাপত্তা ঝুঁকি এবং সরকারের পরামর্শের কারণে সেই বড় আয়োজন থেকে সরে আসতে হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতির কারণে বিসিবিকে বারবার পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। তবে টুর্নামেন্টের মর্যাদা রক্ষায় ২৬ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচেই রাখা হয়েছে কিছু আনুষ্ঠানিকতা।
মাঠে থাকবে আঞ্চলিক গান ও শোকের শ্রদ্ধাউদ্বোধনী দিনের কার্যক্রমে যোগ দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া সচিব আসিফ নজরুল। তাঁরা মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করবেন। তবে আয়োজনে থাকবে কিছুটা গাম্ভীর্য; সম্প্রতি প্রয়াত ওসমান হাদীর সম্মানে পালন করা হবে এক মিনিটের নীরবতা।
দর্শকদের জন্য বিনোদনের অংশ হিসেবে থাকছে চট্টগ্রামের আঞ্চলিক গানের আসর। জুম্মার নামাজের পর দুপুর ২টা ১৫ মিনিটে ১৫ মিনিটের একটি সংক্ষিপ্ত পর্ব এবং পরবর্তীতে দুই ম্যাচের মধ্যবর্তী ১ ঘণ্টা ৪৫ মিনিটের লম্বা বিরতিতে মূল সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হবে।
ম্যাচ শুরুর নতুন সময়সূচিউদ্বোধনী আনুষ্ঠানিকতার কারণে প্রথম দিনের ম্যাচের সময়ে আনা হয়েছে পরিবর্তন। ২৬ ডিসেম্বর প্রথম ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পিছিয়ে দুপুর ২টার বদলে বিকেল ৩টায় শুরু হবে। এই ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালস লড়বে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে, যার সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
- বোনাস অনুমোদনে দ্বিমুখী নীতি, প্রশ্নের মুখে বিএসইসি