ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

মোস্তাফিজ-সালামখিলের ম্যাজিক: শারজাহকে উড়িয়ে প্লে-অফের দৌড়ে দুবাই

২০২৫ ডিসেম্বর ২৫ ১৪:০০:১৬

মোস্তাফিজ-সালামখিলের ম্যাজিক: শারজাহকে উড়িয়ে প্লে-অফের দৌড়ে দুবাই

সরকার ফারাবী: বোলারদের দাপুটে পারফরম্যান্সের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং এই দুইয়ের মেলবন্ধনে আইএল টি-টোয়েন্টিতে (IL T20) দুর্দান্ত এক জয় তুলে নিল দুবাই ক্যাপিটালস। মোস্তাফিজুর রহমান ও ওয়াকার সালামখিলের নিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর দাঁড়িয়ে শারজাহ ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফের পথে বড় এক ধাপ এগিয়ে গেল মোহাম্মদ নবীর দল।

মোস্তাফিজ ও সালামখিলের বোলিং লড়াই

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দুবাই। ব্যাটিংয়ে নেমে শারজাহ ওয়ারিয়র্স মোস্তাফিজদের বোলিং তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশের 'কাটার মাস্টার' মোস্তাফিজুর রহমান ৪ ওভারের স্পেলে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এই ম্যাচে তার সামনে লক্ষ্য ছিল আফগান সতীর্থ ওয়াকার সালামখিলকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া। মোস্তাফিজ ১৫ উইকেট নিয়ে একবার সমতায় ফিরলেও সালামখিল ২ উইকেট নিয়ে আবার তাকে ছাড়িয়ে যান। বর্তমানে ১৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে মোস্তাফিজ আর সালামখিল ১৬ উইকেট নিয়ে শীর্ষে।

কক্স-জাহাঙ্গীরের ব্যাটে সহজ জয়

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুবাইকে শক্ত ভিত গড়ে দেন শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্স। শায়ান ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরলেও উইকেটের এক প্রান্ত আগলে রাখেন জর্ডান কক্স। শেষ পর্যন্ত ৫০ বলে ৬১ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৫ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দুবাই ক্যাপিটালস।

তাসকিনের শেষ চেষ্টা ও রোভম্যানের জয়সূচক ছক্কা

ম্যাচের ১৮তম ওভারে নাটকীয়তা ফেরান বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তাঁর করা সেই ওভারে প্রথম বলে চার হজম করলেও দ্বিতীয় বলেই লিউস ডু প্লয়কে আউট করে ম্যাচে উত্তেজনা তৈরি করেন তিনি। ওই ওভারে মাত্র ৫ রান দিয়ে শারজাহকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন তাসকিন। তবে ১৯তম ওভারে টিম সাউদি ১৮ রান খরচ করলে ম্যাচটি শারজাহর হাত থেকে ফসকে যায়। শেষ ওভারের প্রথম বলে রোভম্যান পাওয়েল তাসকিনকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন।

এই জয়ের ফলে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এলো দুবাই ক্যাপিটালস। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতেই (ছয় নম্বরে) পড়ে রইল শারজাহ ওয়ারিয়র্স।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ