ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
‘তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের ঐতিহাসিক মুহূর্ত’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় উত্তেজনা ও প্রত্যাশার নতুন ঢেউ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দেখা দিয়েছে ঐতিহাসিক আবহ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই প্রত্যাবর্তনকে দেশের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় এক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দরের ফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রায় ১৭ থেকে ১৮ বছর নির্বাসনে থাকার পর তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা।
তিনি আরও বলেন, সারাদেশের কোটি কোটি মানুষ তাকে একনজর দেখার জন্য এবং তার মুখ থেকে দু-একটি কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে চলা আন্দোলনের পর মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি বলেন, “আমরা ১৬ থেকে ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করেছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই আন্দোলন পরিণতি পেয়েছে। ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র মুক্ত হয়েছে, আর আজ আমরা মুক্তির আবহে দাঁড়িয়ে আছি।”
তিনি গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত করার ষড়যন্ত্র নিয়ে সতর্ক করে বলেন, সাম্প্রতিক মগবাজার ফ্লাইওভারে বোমা বিস্ফোরণের মতো ঘটনাগুলো সেই ষড়যন্ত্রেরই ইঙ্গিত বহন করে।
সালাহউদ্দিন বলেন, “ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি দোসররা এখনও সক্রিয়। তারা গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে এবং নির্বাচনকে বানচাল করতে চেষ্টা করবে। তবে এসব প্রচেষ্টা তাদের জন্যই দুঃস্বপ্ন হয়ে থাকবে।”
তিনি সহিংসতা ও অগণতান্ত্রিক তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের অংশগ্রহণ ও সহযোগিতায় বিএনপি গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন করতে চায়। দলটি এমন একটি রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে থাকবে প্রকৃত গণতন্ত্র, বৈষম্যের অবসান এবং সুশাসনের দৃঢ় ভিত্তি এমন স্বপ্ন বাস্তবায়নে জনসমর্থনই হবে প্রধান শক্তি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে