ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
আজ শুভ বড়দিন
নিজস্ব প্রতিবেদক: আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। সারা বিশ্বে এই দিনটি উদযাপিত হয় আলো, আনন্দ ও সম্প্রীতির বন্ধনে যা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, মানবতার মিলনমেলাও বটে। বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ দিনটিকে ঘিরে পালন করছেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস, যেখানে হাসি-গান আর প্রার্থনার ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে প্রতিটি গির্জা ও খ্রিষ্টান পরিবার।
মানবতার কল্যাণে যিশুখ্রিষ্টের শান্তির বাণী ছড়িয়ে পড়বে। গির্জায় গির্জায় হবে প্রার্থনা। বৃহস্পতিবার আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি ও সান্তাক্লজের উপহারে মেতে উঠবে শিশুরা। উৎসব ঘিরে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
প্রায় দুই হাজার ২৫ বছর আগে এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট জন্ম নেন। তিনি ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, যিশু ঈশ্বরের পুত্র। পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচারের লক্ষ্যেই তাঁর আগমন ঘটেছিল।
বড়দিন উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পৃথক বাণীতে তারা খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বুধবার প্রধান উপদেষ্টা খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেছেন।
আজ সরকারি ছুটি। সরকারি-বেসরকারি রেডিও, টিভি ও সংবাদপত্রগুলো বিশেষ অনুষ্ঠান ও প্রকাশনার মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরবে। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টানরাও ধর্মীয় আচার ও প্রার্থনার আয়োজন করবেন। এরই মধ্যে দেশের সব গির্জা ও খ্রিষ্টান পরিবার ঘরোয়া আয়োজনে বড়দিন উদযাপনের প্রস্তুতি নিয়েছে, যেখানে থাকছে বিশেষ খাবারের আয়োজন।
রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জা (পবিত্র জপমালার গির্জা), কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল, মণিপুরিপাড়া, বারিধারা ও অন্যান্য গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গির্জার ভেতরে গোশালা স্থাপন, ফুল, রঙিন কাগজ ও আলো দিয়ে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। গির্জা প্রাঙ্গণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। নিরাপত্তায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন থাকবে।
পাঁচতারকা হোটেলগুলোও বড়দিনে নিয়েছে বিশেষ উদ্যোগ। প্যান প্যাসিফিক সোনারগাঁও, ইন্টারকন্টিনেন্টাল, র্যাডিসন, লা মেরিডিয়েন, ওয়েস্টিন ও ঢাকা রিজেন্সিসহ অভিজাত হোটেলগুলোতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও কেক। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এসব আয়োজন। সকাল ও বিকেলে শিশুদের জন্য সান্তাক্লজের উপহার অনুষ্ঠান এবং অতিথিদের জন্য বুফে ডিনারের ব্যবস্থা রাখা হয়েছে।
বড়দিনের উৎসব আমাদের মনে করিয়ে দেয় শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্যের শক্তিই পারে সমাজ ও রাষ্ট্রকে সমৃদ্ধ করতে। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করে বাংলাদেশও এগিয়ে যাবে ঐক্যের আলোয়, সম্প্রীতির সুরে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে