ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

যমুনায় খ্রিস্টান নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বড়দিনের শুভেচ্ছা বিনিময়

আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই: প্রধান উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ২৪ ১৯:২২:০৩

আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ ২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি 'জুলাই সনদ' নিয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, "আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে আমরা 'জুলাই সনদ' প্রস্তুত করেছি। এবারের নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি এই সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণ যে রায় দেবে, পরবর্তী সংসদ সেই অনুযায়ী সংস্কার কার্যক্রম গ্রহণ করবে।" তিনি এই নির্বাচন ও গণভোটের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজসহ খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দেশ পুনর্গঠনে প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করেন এবং প্রার্থনা করেন যেন একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাঁর প্রচেষ্টা সফল হয়।

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ বড়দিন উপলক্ষে ৮০০টি চার্চের জন্য আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষে প্রধান উপদেষ্টা খ্রিস্টান ধর্মগুরুদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন এবং দেশবাসীকে বড়দিন ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত