ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

দেশের পথে তারেক রহমান, লন্ডনে চেক-ইন সম্পন্ন

২০২৫ ডিসেম্বর ২৪ ২৩:০৯:১১

দেশের পথে তারেক রহমান, লন্ডনে চেক-ইন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে স্বদেশের পথে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে চেক-ইন সম্পন্ন করেন।

বিএনপি ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, তারেক রহমান তাঁর লন্ডনের বাসা থেকে দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হন। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘বিজি-২০২’ ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া সরকারিভাবে মোট ৬টি টিকিটের তালিকায় আরও রয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানি এবং সহযোগী তাবাসসুম ফারহানা। বিজনেস ক্লাসের এই ৬টি টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।

তারেক রহমান ও তাঁর পরিবারের বাইরেও দলটির অর্ধশতাধিক নেতাকর্মী নিজস্ব উদ্যোগে একই ফ্লাইটে দেশে ফেরার জন্য টিকিট কেটেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হিথ্রো বিমানবন্দরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। আজ বিকেলের এই যাত্রার মাধ্যমে তাঁর দীর্ঘ প্রায় ১৮ বছরের প্রবাস জীবনের ইতি ঘটতে যাচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত