ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

তারেক রহমানের প্রত্যাবর্তন

বৃহস্পতিবার ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ নির্দেশনা

২০২৫ ডিসেম্বর ২৪ ২০:১৪:২৫

বৃহস্পতিবার ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি বিশেষ ট্রাফিক নির্দেশনা ও গণবিজ্ঞপ্তি জারি করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।

চলাচলে বিশেষ সতর্কতা:

তারেক রহমানের বহর বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তা (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) ও এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে পৌঁছাবে। এ কারণে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত রাস্তাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিকল্প রাস্তা ও পরামর্শ:

১. আব্দুল্লাহপুরগামী যানবাহন কামারপাড়া-ধউর ব্রিজ-মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী দিয়ে চলাচল করতে পারবে।

২. উত্তরা ও মিরপুরের বাসিন্দাদের এয়ারপোর্ট সড়ক এড়িয়ে উত্তরা উত্তর স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলার অনুরোধ করা হয়েছে।

৩. গুলশান-বাড্ডা এলাকার বাসিন্দারা কাকলী বা গুলশান-২ এর পরিবর্তে পুলিশ প্লাজা-মহাখালী রুট ব্যবহার করতে পারেন।

৪. বিদেশগামী যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে এবং বিমানে যাওয়ার টিকেট সাথে রেখে বাসা থেকে বের হওয়ার অনুরোধ করা হয়েছে। সঙ্গে কোনো সহযোগী ছাড়া শুধুমাত্র যাত্রীরাই বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন।

নেতাকর্মীদের জন্য নির্দেশনা ও পার্কিং:

অভ্যর্থনাকারী কর্মীদের কোনো ধরনের ব্যাগ বা লাঠি বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তারা কোনো যানবাহন বা মোটরসাইকেল নিয়ে তারেক রহমানের মূল গাড়িবহরে যুক্ত হতে পারবেন না। নেতাকর্মীদের গাড়ি পার্কিংয়ের জন্য টঙ্গী ইজতেমা মাঠ, পূর্বাচল বাণিজ্য মেলা মাঠ, দিয়াবাড়ি পশুর হাট মাঠ, আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠ এবং মতিঝিল বাণিজ্যিক এলাকা নির্ধারণ করে দিয়েছে ডিএমপি।

জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। নগরবাসীকে প্রয়োজনে মেট্রোরেল বা ট্রেন ব্যবহার করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত