ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২
হাসনাত আবদুল্লাহ
'কিছু দল আধিপত্য বজায় রাখতে বুলেট বিপ্লবের নীল নকশা করছে'
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ‘বুলেট বিপ্লবের’ প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের কিং কমিউনিটি সেন্টারে শহীদ শরিফ ওসমান হাদি স্মরণে আয়োজিত এক শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “গত ১৩ বছর চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা কেবল ট্রেলার দেখিয়েছে, আসল ‘পিকচার’ বা দৃশ্য দেখা যাবে নির্বাচনের পর। আমরা চেয়েছিলাম একটি ব্যালট বিপ্লব, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু দল আধিপত্য বজায় রাখতে বুলেট বিপ্লবের নীল নকশা করছে।” তিনি আরও বলেন, একটি সংসদীয় আসনের লোভে যারা নিজেদের দীর্ঘদিনের রাজনৈতিক দলকে বিলুপ্ত করে অন্য দলের সঙ্গে একীভূত হচ্ছেন, তারা দলের আদর্শের প্রতি চরম অন্যায় করছেন।
পুলিশ ও প্রশাসনের তীব্র সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা এখন থেকেই সম্ভাব্য ক্ষমতাসীন দলগুলোর ‘পা চাটা’ শুরু করেছেন। আমরা দেখেছি গত তিনটি নির্বাচনে পুলিশ আম্পায়ারের বদলে নিজেরাই খেলোয়াড় সেজেছিল। এর খেসারত জাতিকে দিতে হয়েছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ বা প্রশাসন যদি নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন না করে আবারও কোনো দলের ‘দলদাস’ হয়, তবে তাদের পরিণতি বেনজীর আহমেদ বা ওসি প্রদীপের মতো হবে।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, মধ্যরাতে লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া যেসব ডিসি-এসপি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এছাড়া জুলাই বিপ্লবের যোদ্ধা শরিফ ওসমান হাদিকে নিয়ে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বিতর্কিত বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।
গণতান্ত্রিক সংস্কার জোট আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ