ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

মেসির ছায়া নাকি নেইমারের উত্তরসূরী-ইয়ামালের মাঝে কার প্রতিচ্ছবি?

২০২৫ ডিসেম্বর ২৪ ১৯:০৪:০৮

মেসির ছায়া নাকি নেইমারের উত্তরসূরী-ইয়ামালের মাঝে কার প্রতিচ্ছবি?

সরকার ফারাবী: বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালকে অনেকে লিওনেল মেসির ছায়া হিসেবে দেখেন। আবার অনেকে তাঁকে ব্রাজিলিয়ান সুপাস্টার নেইমারের যোগ্য উত্তরসূরী হিসেবে মনে করেন। তবে কিছু অনুরাগী এখনই ইয়ামালকে কারও সঙ্গে তুলনা করতে রাজি নন।

মাঠে নিয়মিত চোখধাঁধানো ভেলকি দেখানো ১৮ বছরের উইঙ্গার একটি বিশেষ ফুটবলীয় দক্ষতায় মেসিকেও ছাড়িয়ে গেছেন। গোল বা অ্যাসিস্ট নয়, এক বর্ষে সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ে দ্বিতীয় স্থানে আছেন ইয়ামাল।

নেইমারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ সফল ড্রিবলিং করেছেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলতে গিয়ে ৩৩৫টি সফল ড্রিবলিং করেছিলেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। আর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইয়ামাল, যিনি ২০২৫ সালে ৩০৭টি সফল ড্রিবলিং সম্পন্ন করেছেন। সর্বোচ্চ ড্রিবলিংয়ের শীর্ষ দশে পাঁচবারই স্থান পেয়েছেন মেসি।

চোট ও বিতর্কের পর ফেরার গল্প

চোট এবং মাঠের বাইরের বিতর্কে হঠাৎ কিছু সময় কক্ষ্যচূত হয়ে পড়েছিলেন ইয়ামাল। তবে তিনি ফেরতে সময় নেননি। সম্প্রতি ক্লাসিকোতে বার্সেলোনার ২-১ গোলে হারের ম্যাচে নিষ্প্রভ থাকলেও, এরপর আবার রুদ্ররূপে ফিরে এসে নিয়মিতভাবে গোল ও অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রেখেছেন। এমনকি গোল বা অ্যাসিস্ট না করলেও মাঠে দারুণ কারিকুরি দেখানো ইয়ামাল পুরোপুরি পারদর্শী প্রমাণ করেছেন।

চলতি মৌসুমে অবদান

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ৯ গোলের সঙ্গে ১০টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। লা লিগায় সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও তার দখলে। সতীর্থদের সহযোগিতায় সাতটি গোলও করেছেন কাতালান ক্লাবের আক্রমণের মধ্যমণি হিসেবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত