ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

এই সরকার হবে সত্যিকার অর্থে জনগণের সরকার: শামসুজ্জামান দুদু

২০২৫ ডিসেম্বর ২৪ ১৮:৪৯:৪১

এই সরকার হবে সত্যিকার অর্থে জনগণের সরকার: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ প্রত্যাগত প্রবাসী দল’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

শামসুজ্জামান দুদু বলেন, "বিগত ১৮ বছরের নিরন্তর আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে জনগণ একটি নির্বাচিত সরকার অর্জন করতে যাচ্ছে। এই সরকার হবে সত্যিকার অর্থে জনগণের সরকার।" তিনি দৃঢ়তার সাথে বলেন, নির্বাচনে বিএনপি ও ধানের শীষের জয় সুনিশ্চিত—এটি শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্ব জানে। তবে এই অর্জন নসাৎ করতে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে, যা মোকাবিলা করতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। তাকে বরণ করতে রাজধানীসহ সারা দেশ থেকে আসা মানুষের ঢলে চারপাশ জনসমুদ্রে পরিণত হবে। এই ঐতিহাসিক সংবর্ধনা চলাকালীন সবাইকে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার বিশেষ অনুরোধ জানান তিনি।

দলের ভেতরে কোনো ছোটখাটো অসঙ্গতি থাকলে তা ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে দুদু বলেন, প্রত্যাশা পূরণ না হলে হতাশ হওয়া চলবে না। নির্বাচন ও নির্বাচিত সরকার গঠন বিলম্বিত হলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই জাতীয় স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সালাউদ্দিন খান পিপিএম এবং আয়োজক সংগঠনের সভাপতি এস এম সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত