ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২
গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে লড়বেন মেঘনা আলম
নিজস্ব প্রতিবেদক: সাবেক মিস আর্থ বাংলাদেশ ও পরিচিত আলোচিত ব্যক্তি মেঘনা আলম জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তিনি ঢাকা-৮ আসন থেকে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে লড়বেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) নিজে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এই আসনটিতে পূর্বে সম্ভাব্য প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি। ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেঘনা আলমের জনসংযোগ বিভাগ তাকে মডেল হিসেবে পরিচয় প্রকাশ না করার অনুরোধ করেছে। নিজেকে সচেতন পরিবেশকর্মী হিসেবে পরিচয় দেওয়া মেঘনা বলেন, নির্বাচনী প্রচারণায় কাগজের অপচয় রোধে বড় পোস্টার বা লিফলেট ব্যবহার করবেন না।
তিনি ঢাকা-৮ আসনকে নারী-বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সিসিটিভি ব্যবস্থা স্থাপন, আলাদা মসজিদ নির্মাণ ও বিদ্যমান মসজিদে নামাজের স্থান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া বস্তিবাসী ও সাধারণ পথচারীদের জন্য আধুনিক পাবলিক ওয়াশরুম, বিনামূল্যে ডেন্টাল চেকআপ, নিরাপদ যাতায়াতের জন্য কার্যকর ট্রাফিক কাঠামো এবং রমজানে বিনামূল্যে ইফতার ও পুষ্টির উদ্যোগ থাকবে।
মেঘনা নির্বাচিত হলে প্রতি মাসে লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ, রাজনৈতিক শিক্ষা কার্যক্রম ও প্রতি তিন মাস অন্তর ‘টাউন হল মিটিং’ করবেন। প্রতিটি সেবাকেন্দ্রে কমপ্লেইন্ট বা অভিযোগ বাক্স থাকবে।
গণ অধিকার পরিষদের এই প্রার্থী সমাজে অপরাধ ও অবক্ষয় রোধে মানুষের পুষ্টি, পরিচ্ছন্নতা এবং আইনগত জ্ঞান বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন। তিনি ঢাকা-৮ আসনকে বাস্তবসম্মত উন্নয়ন ও আন্তর্জাতিক মানের নেতৃত্বের মাধ্যমে রূপান্তর করতে চান।
গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)