ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

হাদি হ'ত্যার খু'নিরা কেন অধরা, পুলিশের সক্ষমতা নিয়ে রিজভীর প্রশ্ন

২০২৫ ডিসেম্বর ২২ ১৭:০৫:২৬

হাদি হ'ত্যার খু'নিরা কেন অধরা, পুলিশের সক্ষমতা নিয়ে রিজভীর প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতিকারীদের এখনো পুলিশ খুঁজে না পাওয়ায় তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, হাদি হত্যার খুনিরা কেন এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে, তা আজ জনগণের মনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলার দায়িত্বে আসলে কারা আছে—তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের’ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে বর্তমানে যে দলবদ্ধ হামলা, উশৃঙ্খলতা ও ‘মবোক্রেসি’ (মব সংস্কৃতি) শুরু হয়েছে, তা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। এই অরাজকতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজপথে এই ধরনের উশৃঙ্খলতা রোধ করতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিদেশের সাথে অসম চুক্তিতে চড়া মূল্যে বিদ্যুৎ কিনে জনগণের অর্থের অপচয় করেছে। জনগণের কষ্টার্জিত টাকাকে নিজের মনে করে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ইশরাক এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই প্রজন্মের নেতাকর্মীরা দৃঢ়প্রতিজ্ঞ।

পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত