ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ঢাবি শিক্ষার্থীসহ আটক ৩

২০২৫ ডিসেম্বর ২২ ১৬:১১:৫৬

জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ঢাবি শিক্ষার্থীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে জালিয়াতির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন এবং এক নারী শিক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা ‘চ্যাটজিপিটি’র সহায়তায় জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষার সময় জহির রায়হান অডিটোরিয়াম কেন্দ্রে সাদিয়া আমির মাহিন নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়। তিনি স্মার্টফোনের মাধ্যমে ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে উত্তর মেলাচ্ছিলেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে প্রক্সি দেওয়ার অভিযোগে এহসানুল হোসেন জিসান নামে একজনকে আটক করা হয়। আটক জিসান নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রের মাঠ থেকে মূল পরীক্ষার্থীকেও আটক করে নিরাপত্তা শাখা।

প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমাজবিজ্ঞান অনুষদের ডিনের কাছে শাস্তির সুপারিশ পাঠানো হচ্ছে। এছাড়া জালিয়াতি রোধে ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ