ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

মুম্বাইয়ে ভয়াবহ দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

২০২৫ ডিসেম্বর ২১ ১১:৪৯:১২

মুম্বাইয়ে ভয়াবহ দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ও আন্তর্জাতিক পারফর্মার নোরা ফাতেহি ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন মুম্বাইয়ে। একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে মদ্যপ এক গাড়িচালকের ধাক্কায় আহত হন তিনি। দুর্ঘটনায় নোরার মাথায় গুরুতর আঘাত লাগে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘কনকাশন’ হিসেবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা গেছে, সানবার্ন ফেস্টিভ্যালে মার্কিন ডিজে ডেভিড গেটার সঙ্গে মঞ্চে ওঠার উদ্দেশ্যে অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন নোরা। সেই সময় দ্রুতগতির একটি গাড়ি আচমকাই তার গাড়িকে ধাক্কা দেয়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দুর্ঘটনার জন্য দায়ী গাড়িচালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

দুর্ঘটনার পরপরই নোরাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন চিকিৎসকরা। আশার কথা, তার শরীরে কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা গুরুতর শারীরিক আঘাত পাওয়া যায়নি। তবে মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে প্রচণ্ড ঝাঁকুনি লাগায় তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভক্তদের হতাশ করতে চান না নোরা। চিকিৎসকদের নিষেধাজ্ঞা থাকলেও তিনি সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তে অনড় রয়েছেন। এই কনসার্টে ডেভিড গেটা ও মার্কিন সংগীতশিল্পী সিয়ারার সঙ্গে তার নতুন আন্তর্জাতিক সিঙ্গেলের ঝলক দর্শকদের সামনে তুলে ধরার কথা রয়েছে।

এরই মধ্যে নোরার ক্যারিয়ারে এসেছে আন্তর্জাতিক স্বীকৃতি। সম্প্রতি প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে জনপ্রিয় ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অংশ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। সেখানে জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে তার পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে।

সংগীতের পাশাপাশি চলচ্চিত্র জগতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন নোরা ফাতেহি। দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি: দ্য ডেভিল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। পাশাপাশি চলতি বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের সঙ্গে অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত