ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২
কক্সবাজার হবে দেশের প্রথম ‘ক্যাশলেস জেলা’: গভর্নর
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান সমুদ্রবন্দর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড), ভারী শিল্প এবং জ্বালানি অবকাঠামোর গুরুত্ব উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, চট্টগ্রাম অঞ্চলই বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র।
শনিবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের একটি হোটেলে ‘চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, চট্টগ্রামের ভূ-রাজনৈতিক গুরুত্বকে কাজে লাগিয়ে একে সিঙ্গাপুর, দুবাই কিংবা হংকংয়ের মতো বৈশ্বিক কানেক্টিভিটি হাব হিসেবে গড়ে তুলতে হবে। এই সম্ভাবনার পূর্ণ সুফল পেতে আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে হবে। তিনি উৎপাদনমুখী খাতে স্বল্পমূল্যে ঋণপ্রবাহ নিশ্চিত করার পাশাপাশি জেলা ও গ্রাম পর্যায়ে এসএমই এবং কৃষিঋণ বিতরণ বাড়ানোর জন্য ব্যাংকের আঞ্চলিক প্রধানদের নির্দেশ দেন।
আহসান এইচ মনসুর তাঁর বক্তব্যে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের ওপর বিশেষ জোর দেন। তিনি ঘোষণা করেন, বাংলাদেশের প্রথম জেলা হিসেবে কক্সবাজারকে ‘ক্যাশলেস জেলা’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের হাতে ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। এছাড়া আমদানি-রপ্তানি সহজ করতে সব বন্দরে সার্বক্ষণিক লেনদেনের জন্য দ্রুত আরটিজিএস (RTGS) চালুর কথা জানান গভর্নর।
সভায় প্রতিটি ব্যাংককে অন্তত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানানো হয়। প্রান্তিক এলাকায় নারী এজেন্ট নিয়োগের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণের গুরুত্বও সভায় আলোচিত হয়।
বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়েট উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ। সভায় ব্লু-ইকোনমি, কর্ণফুলী টানেল, মীরসরাই শিল্পনগর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ