ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

২০২৫ ডিসেম্বর ২০ ১৪:২২:৫৫

চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (২১-২৫ ডিসেম্বর’২৫) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৫ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে এই ৫ কোম্পানির শেয়ারহোল্ডার। আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৫ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- লুবরেফ বাংলাদেশ, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন লুব্রিক্যান্টস,জিপিএইচ ইস্পাত এবং যমুনা অয়েল।

নিচে কোম্পানিগুলোর রেকর্ড ডেটের তারিখ ও কোম্পানিগুলোর ডিভিডেন্ডের পরিমাণ দেয়া হলো-

২১ ডিসেম্বর

এদিন রেকর্ড ডেটের কারণে লুবরেফ বাংলাদেশ এবং জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

এই দুই কোম্পানির মধ্যে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য জেনেক্স ইনফোসিস ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং লুবরেফ বাংলাদেশ কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২২ ডিসেম্বর

এদিন রেকর্ড ডেটের কারণে ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ৮০ শতাংশ ক্যাশ ও ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২৩ ডিসেম্বর

এদিন স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে জিপিএইচ ইস্পাতের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২৪ ডিসেম্বর

এদিন রেকর্ড ডেটের কারণে যমুনা অয়েল কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ১৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসএ খান

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত