ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

‘মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে’

২০২৫ ডিসেম্বর ১৯ ১৬:৫৫:০৩

‘মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে’

নিজস্ব প্রতিবেদক: প্রায় এক বছরের বেশি সময় ধরে সংঘটিত ধারাবাহিক মব সন্ত্রাস দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবেশকে গভীরভাবে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগজনক পরিস্থিতির কথা তুলে ধরেন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল উল্লেখ করেন, নিহত শরীফ ওসমান হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাতে ঘরে ঘরে গণসংযোগ চালিয়েছিলেন। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি হাদী হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সব ধরনের মব সন্ত্রাসের ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো জাতিকে ঐক্যবদ্ধ করা এবং একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্যে সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি করেন।

ভাঙচুর ও সহিংস ঘটনার তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তিনি বলেন, শহীদ হাদীর মৃত্যুতে যখন জাতি শোকাহত এবং তার আত্মার মাগফিরাত কামনায় প্রার্থনায় লিপ্ত, ঠিক তখনই ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যম, প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, যারা দেশের সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তারা দেশের প্রকৃত শত্রু। দুঃখ ও শোকের এই মুহূর্তকে পুঁজি করে সহিংসতায় জড়িয়ে পড়াকে তিনি গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেন এবং এসব ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

তবে এই বক্তব্য প্রকাশের কিছু সময় পর ফেসবুকে গিয়ে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উল্লিখিত পোস্টটি আর দৃশ্যমান নেই।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত