ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

রিটার্নিং অফিসারদের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির

২০২৫ ডিসেম্বর ১৮ ১২:৫২:২৪

রিটার্নিং অফিসারদের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়সমূহের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি উল্লেখ করেছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। ইতোমধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। যেহেতু এসব কার্যালয়ে নির্বাচনকালীন সময়ে গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত থাকে, তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অফিসসমূহের নিরাপত্তা জোরদার করা জরুরি।

চিঠিতে আরও বলা হয়েছে, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েনের অনুরোধ করা হয়েছে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার ও ইসি সচিবের জন্য অতিরিক্ত নিরাপত্তা চাওয়া হয়েছিল। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট থাকলেও নির্বাচনকালীন সময়ে আরও একটি গাড়িসহ অতিরিক্ত এসকর্টের ব্যবস্থা চাওয়া হয়েছে। এছাড়া চার কমিশনার ও সিনিয়র সচিবের বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত