ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

ইনশাআল্লাহ, আগামী ২৫ তারিখে আমি দেশে ফিরে যাচ্ছি: তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ১৭ ১১:০২:০৯

ইনশাআল্লাহ, আগামী ২৫ তারিখে আমি দেশে ফিরে যাচ্ছি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের নির্বাসন জীবনের ইতি টেনে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি নিজেই এই ঘোষণা দেন। তবে দেশে ফেরার সময় তাকে বিদায় জানাতে লন্ডনের বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, ‘প্রায় ১৮ বছর আপনাদের সঙ্গে ছিলাম। ইনশাআল্লাহ, আগামী ২৫ তারিখে আমি দেশে ফিরে যাচ্ছি।’ এ সময় তিনি নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে বলেন, ‘দয়া করে সেদিন কেউ এয়ারপোর্টে যাবেন না। বিমানবন্দরে ভিড় করলে হট্টগোল সৃষ্টি হতে পারে, যাতে বিদেশের মাটিতে দেশ ও দলের সুনাম নষ্ট হবে। আমার নিষেধের পরও যারা যাবেন, আমি ধরে নেব তারা দলের স্বার্থে নয়, ব্যক্তিগত স্বার্থে সেখানে গিয়েছেন।’

বিজয় দিবসের আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘১৯৭১, ’৭৫, ’৮১ ও ’৯৬ সালের মতো ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছে। তাই সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।’

আগামী দুই মাস পর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিএনপি শুধু স্বপ্ন দেখানোয় বিশ্বাসী নয়, স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাসী। সামনের দিনগুলো সহজ হবে না, তবে ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের পরিকল্পনা সফল করতে পারব। শহীদ জিয়া ও খালেদা জিয়া যেমন দেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করেছিলেন, আগামী নির্বাচনেও জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে।’

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। পরে ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। দীর্ঘ দেড় যুগ পর অবশেষে তিনি দেশে ফিরছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ