ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

হাদিকে নিয়ে পোস্ট: শোবিজ তারকাদের হ'ত্যার হুমকির অভিযোগ

২০২৫ ডিসেম্বর ১৬ ১০:৫৬:৫৮

হাদিকে নিয়ে পোস্ট: শোবিজ তারকাদের হ'ত্যার হুমকির অভিযোগ

বিনোদন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানানোয় শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ হত্যার হুমকির মুখে পড়েছেন এমন অভিযোগ উঠেছে। নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশীদ বান্নাহ এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমক জানিয়েছেন, প্রতিবাদী অবস্থান নেওয়ার পর থেকেই তাঁদের লক্ষ্য করে হুমকিমূলক বার্তা পাঠানো হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, ফেসবুকে ‘ডাল্টন সৌভাত হীরা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এসব হুমকি দেওয়া হয়। ওই অ্যাকাউন্টের বার্তায় দাবি করা হয়েছে চমক ও বান্নাহর ফোন নম্বর ফাঁস করা হয়েছে, তাঁদের চলাফেরার অবস্থানও নজরদারিতে রয়েছে। একই সঙ্গে শোবিজ সংশ্লিষ্টদের তাঁদের সঙ্গে কোনো কাজে যুক্ত না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

হুমকির বিষয়টি জনসমক্ষে আনতে সোমবার ফেসবুক লাইভে কথা বলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি জানান, পরিস্থিতি সত্ত্বেও তিনি ভয় পাচ্ছেন না। নিজের অভিজ্ঞতা তুলে ধরে চমক বলেন, রোববার রাতে তাঁর ফোনে ২০০ থেকে ৩০০টি কল আসে, শেষ পর্যন্ত নম্বর বন্ধ করতে বাধ্য হন। হত্যার হুমকির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের জন্য কিছু বলতে পেরেছেন বলেই এমন পরিস্থিতির মুখে পড়ছেন এটাই তাঁর সান্ত্বনা। দেশের জন্য মৃত্যুকেও তিনি সম্মানের বলেই মনে করেন বলে মন্তব্য করেন।

চমক আরও বলেন, বার্ধক্যে পৌঁছে স্বাভাবিক মৃত্যুর চেয়ে দেশের জন্য মৃত্যুই তাঁর কাছে বেশি অর্থবহ। যাঁরা তাঁকে সতর্ক করছেন, তাঁদের উদ্দেশে অনুরোধ করে বলেন মন খারাপ না করতে। হুমকির কাছে নতি স্বীকার করে ঘরে বসে থাকার মানুষ তিনি নন বলেও স্পষ্ট করেন।

একই ধরনের হুমকির কথা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, হাদি তাঁর কাছে ভালোবাসার নাম এবং মৃত্যুভয় তিনি কখনোই করেন না কারণ জন্মের দিনই আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন।

অন্যদিকে, এই বিষয়ে চমক ও অনন্য মামুন প্রকাশ্যে বক্তব্য দিলেও নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ এখনো কোনো মন্তব্য করেননি। হাদির ওপর হামলা এবং এর পরপরই শোবিজ অঙ্গনের সদস্যদের প্রতি হুমকির অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত