ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
নির্বাচনকালীন দ্রুত যোগাযোগ নিশ্চিতে ইসির নতুন পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনে দায়িত্বরত সব কর্মকর্তার তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে দ্রুত যোগাযোগ নিশ্চিত করার লক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বিস্তারিত তথ্য তলব করেছে সংস্থাটি।
সোমবার (১৫ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে। এর মধ্যে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ কমিশনার, পুলিশ সুপার (এসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব মাঠ কর্মকর্তাদের তথ্যও চাওয়া হয়েছে। এর মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা রয়েছেন।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সবার তথ্য আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এর মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর জন্য বলা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ