ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

নির্বাচনকালীন দ্রুত যোগাযোগ নিশ্চিতে ইসির নতুন পদক্ষেপ

২০২৫ ডিসেম্বর ১৫ ২১:২৪:২৪

নির্বাচনকালীন দ্রুত যোগাযোগ নিশ্চিতে ইসির নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনে দায়িত্বরত সব কর্মকর্তার তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে দ্রুত যোগাযোগ নিশ্চিত করার লক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বিস্তারিত তথ্য তলব করেছে সংস্থাটি।

সোমবার (১৫ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে। এর মধ্যে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ কমিশনার, পুলিশ সুপার (এসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব মাঠ কর্মকর্তাদের তথ্যও চাওয়া হয়েছে। এর মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা রয়েছেন।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সবার তথ্য আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এর মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর জন্য বলা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ