ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

হাদিকে গুলি দেশের অস্তিত্ব বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা: তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ১২ ১৮:০০:৫২

হাদিকে গুলি দেশের অস্তিত্ব বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনাকে দেশের অস্তিত্ব ও শান্তিশৃঙ্খলা বিপন্ন করার ‘ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এটি শুধু একজন ব্যক্তিকে টার্গেট করা নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা যে হাদিকে গুলি করা হয়েছে। এর আগেও আমাদের এক প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। একটি দল ও গোষ্ঠী দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টে উঠেপড়ে লেগেছে এবং তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। হাদিকে গুলি করার ঘটনা সেই ষড়যন্ত্রেরই প্রমাণ বহন করে।’

তিনি আরও বলেন, গণতন্ত্রের পক্ষের সব মানুষের উচিত এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানো।

দেশের বর্তমান ক্রান্তিলগ্নে গণতন্ত্রে বিশ্বাসী, ফ্যাসিবাদবিরোধী এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আস্থাশীল প্রতিটি দল ও ব্যক্তিকে অতীতের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো প্রকার বিভ্রান্তি ছড়ানো থেকে দূরে থাকতে হবে এবং সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একইসঙ্গে অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তিনি।

বক্তব্যের শেষে তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং যে কোনো মূল্যে জনগণের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত