ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

‘অভ্যন্তরীণ রাজস্ব বাড়িয়ে অর্থনীতি শক্তিশালী করতে হবে’

২০২৫ ডিসেম্বর ১০ ১৩:৫৭:০০

‘অভ্যন্তরীণ রাজস্ব বাড়িয়ে অর্থনীতি শক্তিশালী করতে হবে’

নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোই দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি, ধার-দেনার উপর নির্ভরশীলতা নয় এমনটি বলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, “বিভিন্ন সংস্থা থেকে ধার নেওয়া অর্থ দিয়ে দেশের অর্থনীতি এগোয় না। দেশের অর্থনীতি উন্নয়নের জন্য অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোই একমাত্র উপায়। জনগণ যে কর ও ভ্যাট প্রদান করছে, তার বিপরীতে সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমাদের অর্থনীতি ট্যাক্স নির্ভর হওয়া উচিত, ভ্যাট নির্ভর নয়। ভ্যাট প্রদানে জটিলতা কমিয়ে আধুনিকায়ন করা প্রয়োজন।”

অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, দেশে মানুষ পণ্য ক্রয় বা সেবা গ্রহণের সময় মূল্য সংযোজন কর (ভ্যাট) দেয়, কিন্তু অনেক সময় তা সরকারের কোষাগারে পৌঁছায় না। তিনি বলেন, “ভ্যাটের সিস্টেমটি এমন হতে হবে যে কারচুপি না হয় এবং যা ভ্যাট প্রদান করা হচ্ছে তা ঠিকঠাক সরকারের কাছে পৌঁছায়।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “পৃথিবীর অন্যান্য দেশে কেনাকাটা করতে গেলে ভ্যাট বাধ্যতামূলক। আমাদের মানসিকতাও পরিবর্তন করতে হবে। কর দিলে সেই বিপরীতে সেবা নিশ্চিত হতে হবে। অন্য দেশে মানুষ ট্যাক্স দিতে কনফিউজড হয় না, কারণ জানে টাকাটা সঠিক কাজে ব্যবহার হবে।”

ড. সালেহউদ্দিন আরও বলেন, “সরকারকে নিশ্চিত করতে হবে যে ট্যাক্স নেওয়ার বিপরীতে জনগণ যথাযথ সেবা পাবে। এভাবে মানুষ কনভিন্সড হবে এবং কর প্রদান করতে উৎসাহিত হবে।”

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, “আয়করে ফাঁকির কারণে সংগ্রহ কম হচ্ছে। ফাঁকিরোধে প্রশাসনিক কাঠামো পরিবর্তনের বিষয়টি ভাবা হচ্ছে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত