ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

বাড়ছে ট্রেনভাড়া, কোন রুটে কত?

২০২৫ ডিসেম্বর ০৯ ২১:০৮:১৭

বাড়ছে ট্রেনভাড়া, কোন রুটে কত?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সব যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে। নতুন নির্মিত সেতুর পাশাপাশি এবার পুরোনো সেতু ও কালভার্টেও ‘পন্টেজ চার্জ’ আরোপ করায় এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন ভাড়ার হার কার্যকর হবে। তবে আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) থেকে যারা ২০ তারিখের অগ্রিম টিকিট কাটবেন, তাদের নতুন হারের বাড়তি ভাড়া গুনতে হবে।

রেলওয়ে সূত্র জানায়, আয় বাড়াতে ১০০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের সেতু ও কালভার্টের ক্ষেত্রে ‘এক্সট্রা ডিসটেন্স অব পন্টেজ চার্জ’ আরোপ করা হয়েছে। আগে ১ কিলোমিটার সেতুকে ১৭ কিলোমিটার পথ হিসেবে গণনা করা হতো, এখন তা বাড়িয়ে ২৫ কিলোমিটার ধরা হবে। এর ফলে শ্রেণিভেদে ট্রেনের ভাড়া সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত বাড়ছে।

কোন রুটে কত বাড়ছে?

নতুন দূরত্ব নির্ধারণের ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের বাণিজ্যিক দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে বেড়ে ৩৮১ কিলোমিটার হবে। ফলে এ রুটে শোভন চেয়ারে ৪৫ টাকা, স্নিগ্ধায় ৮০ টাকা এবং এসি বার্থে ১৪৩ টাকা পর্যন্ত ভাড়া বাড়বে।

অন্যদিকে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ারে ৬০ টাকা, স্নিগ্ধায় ১১৫ টাকা এবং এসি বার্থে ২০৭ টাকা ভাড়া বাড়তে পারে। এছাড়া ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেটসহ পূর্বাঞ্চলের অন্যান্য রুটেও ভাড়ার এই প্রভাব পড়বে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, সর্বশেষ ২০১৬ সালে ভাড়া বাড়ানো হয়েছিল। পশ্চিমাঞ্চলে আগে থেকেই পন্টেজ চার্জ চালু ছিল, এবার পূর্বাঞ্চলের ১১টি সেতুর জন্য এই চার্জ যুক্ত করে ভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন ভাড়ার তালিকা টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘সহজ (জেভি)’-কে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত