ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নেটে আনার মহাপরিকল্পনা

২০২৫ ডিসেম্বর ০৯ ১৮:৩১:১৩

৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নেটে আনার মহাপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর থেকে ভ্যাট নিবন্ধন (বিআইএন) ছাড়া কোনো প্রতিষ্ঠানই দেশে ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। এ লক্ষ্যে শিগগিরই একটি নতুন মেকানিজম বা পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, “বর্তমানে দেশে নিবন্ধিত ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৬ লাখ ৪৪ হাজার, যা দেশের মোট ব্যবসার পরিধির তুলনায় অত্যন্ত নগণ্য ও অসামঞ্জস্যপূর্ণ। প্রচুর প্রতিষ্ঠান এখনো নিবন্ধনের বাইরে থেকে ব্যবসা করছে।”

ভ্যাট নেট সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আগামী এক থেকে দুই বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এমনকি চলতি মাসেই এক লাখ নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে আমদানি করা মোবাইল ফোনের ওপর কর কমানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আব্দুর রহমান খান বলেন, “রাষ্ট্রের স্বার্থ সবার ওপরে। বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করে যেটা যৌক্তিক, সেটাই করা হবে। তবে নতুন কর অব্যাহতি পলিসির কারণে এনবিআরের হাতে এখন আর এককভাবে কর মওকুফ করার ক্ষমতা নেই। সরকার চাইলে জনস্বার্থে স্বল্প সময়ের জন্য সিদ্ধান্ত নিতে পারে।”

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত