ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

বেগম রোকেয়াকে কাফির ও মুরতাদ বললেন রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষক

২০২৫ ডিসেম্বর ০৯ ১৪:৩৫:৫৫

বেগম রোকেয়াকে কাফির ও মুরতাদ বললেন রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: নারী শিক্ষার অগ্রদূত এবং নারী জাগরণের পথপ্রদর্শক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন আজ। এই দিনে, নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপকের মন্তব্য। পদার্থ বিজ্ঞান বিভাগের খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান তার ফেসবুকে বেগম রোকেয়ার একটি ফটো কার্ড শেয়ার করে লিখেছেন, “আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।”

উক্ত কার্ডে বেগম রোকেয়ার বিভিন্ন মন্তব্যের উপর দীর্ঘ লেখা রয়েছে, যেখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমালোচনা করা হয়েছে। মাহমুদুল হাসানের পোস্টে একজন ‘সরি স্যার’ মন্তব্যও করেছেন এবং একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেই স্ক্রিনশটে ‘আমিই রোকেয়া’ লোগোর সামনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দাঁড়াতে দেখা যাচ্ছে, যা পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম।

এ ঘটনায় জানা গেছে, মাহমুদুল হাসান এর আগেও ডিসেম্বরের ৫ তারিখে বেগম রোকেয়াকে নিয়ে একটি ধর্মীয় আলোচনা বিষয়ক পোস্ট শেয়ার করেছিলেন। এতে বেগম রোকেয়ার বিভিন্ন বক্তব্যকে সমালোচিত করা হয়।

মাহমুদুল হাসান ২০০৯ সালে ইস্টার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান করেন। এরপর তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতার দায়িত্ব পালন করেন এবং ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত