ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

ব্রোকারেজ হাউসকে জরুরি নির্দেশনা দিল বিএসসি

২০২৫ ডিসেম্বর ০৮ ১৫:৩১:০২

ব্রোকারেজ হাউসকে জরুরি নির্দেশনা দিল বিএসসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) মার্জিন ঋণ ব্যবহারের মাধ্যমে শেয়ার কেনা বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণ সঠিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপি-গুলোর কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে। প্রতিষ্ঠানটির ২০২৪-২৫ অর্থবছরের ঘোষিত চূড়ান্ত ডিভিডেন্ডের যোগ্যতা যাচাইয়ে এই অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে এসব তথ্য জমা দিতে অনুরোধ করেছে। বিবৃতিতে শেয়ারহোল্ডারের নাম, বিওআইডি নম্বর, ক্লায়েন্টভিত্তিক শেয়ার ধারণের অবস্থা এবং যোগাযোগ ব্যক্তির পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে।

বিএসসি জানিয়েছে, প্রাপ্ত বিবৃতির একটি হার্ড কপি অবশ্যই তাদের ঢাকা আঞ্চলিক অফিসে (বিএসসি টাওয়ার, লেভেল ২২, দৈনিক বাংলা মোড়, ঢাকা) জমা দিতে হবে এবং একটি সফট কপি ইমেইল করতে হবে [email protected][email protected] ঠিকানায়।

উল্লেখ্য, এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট ছিল ৭ ডিসেম্বর ২০২৫। এদিন যাদের বিও অ্যাকাউন্টে শেয়ার ছিল, তারাই ডিভিডেন্ড পাওয়ার যোগ্য। তবে মার্জিন লোন বিনিয়োগকারীদের শেয়ার মালিকানা যাচাই ও ডিভিডেন্ড বণ্টন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে এই বিশেষ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিএসসি ব্রোকারেজ হাউস ও ডিপিকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর অনুরোধ জানিয়েছে, যাতে ডিভিডেন্ড বিতরণ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা যায়।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত