ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
সূচক ও লেনদেনে বৃদ্ধি, বাজারে ফিরছে স্থিতিশীলতার আভাস
নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের বোঝা ঝেড়ে রোববার (৮ ডিসেম্বর) পুনরুদ্ধারের পথে ফিরেছে দেশের শেয়ারবাজার। লেনদেন শুরুর পর থেকেই সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল, যা দিনশেষেও অব্যাহত থাকে। এতে দিনশেষে ডিএসই ও সিএসই—উভয় বাজারেই সূচক এবং টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, আজকের ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে প্রধান সূচক আবারও ৫ হাজার পয়েন্টের ওপর ফিরে আসতে পারে। পাশাপাশি লেনদেনও আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থা যদি সততা ও আন্তরিকতার সঙ্গে বাজার তদারকি জোরদার করে, তবে শেয়ারবাজারে বড় ধরনের স্থিতিশীলতা ফিরতে সময় লাগবে না। একই সঙ্গে তারা মনে করেন, বিনিয়োগকারীরা যদি লোকসানে শেয়ার বিক্রি না করে ধৈর্য ধরে রাখেন, তবে আগামি সময়ে তারা উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারবেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৬.২৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭.৫৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯২.৯৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮৭টির দর বেড়েছে, ৫৩টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৯৭ কোটি টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ৬২টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৮৪.৫৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)