ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

আমীর খসরু

'ক্ষমতায় গেলে সবার হাতে কম দামে স্মার্টফোন পৌঁছে দেবে বিএনপি'

২০২৫ ডিসেম্বর ০৭ ১৬:৫৫:৫১

'ক্ষমতায় গেলে সবার হাতে কম দামে স্মার্টফোন পৌঁছে দেবে বিএনপি'

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) বা মোবাইল ফোন নিবন্ধন নীতিমালা পুনর্বিবেচনা করবে বিএনপি। স্মার্টফোনের দাম কমিয়ে তা সাধারণ মানুষের হাতের নাগালে আনতেই এই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘এনইআইআর বাস্তবায়ন কাঠামো, জাতীয় স্বার্থ ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, “সবার হাতে একটি করে স্মার্টফোন থাকা প্রয়োজন। আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্লোগান শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, অথচ সাধারণ মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে পণ্যটি তুলে দিতে পারছি না। বিএনপি ক্ষমতায় এলে চেষ্টা করবে কত কম দামে মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেয়া যায়।”

মোবাইল ফোন বাজারে একচেটিয়া আধিপত্য বা মনোপলি তৈরির চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “যারা দেশে ফোন সংযোজন (অ্যাসেম্বল) করে, তারা যদি আমদানি নিয়ন্ত্রণ করে মনোপলি তৈরি করতে চায়, তবে তা বিপজ্জনক। যেকোনো ধরণের মনোপলি মুক্তবাজার অর্থনীতির পরিপন্থি।”

আমীর খসরু আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পলিসি বা নীতি কখনো কাজ করে না, এটি শুধু গুটিকয়েক মানুষকে সুবিধা দেয়। তাই বিএনপি ক্ষমতায় গেলে সকল স্টেকহোল্ডার বা অংশীজনদের সঙ্গে বসে এনইআইআর নীতিটি রিভিউ (পর্যালোচনা) করবে এবং প্রয়োজন মতো পরিবর্তন আনবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত