ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার লন্ডন যাত্রা সিদ্ধান্তে রাতে মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক

২০২৫ ডিসেম্বর ০৬ ১৫:০০:৪০

খালেদা জিয়ার লন্ডন যাত্রা সিদ্ধান্তে রাতে মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক: শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় এবং এয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার যাত্রা আবারও পিছিয়েছে। পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হলেও তার সামগ্রিক শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত ও সংকটাপন্ন। এ অবস্থায় তাকে কবে লন্ডন নেয়া সম্ভব হবে, তা নির্ধারণে আজ শনিবার (৬ ডিসেম্বর) রাতে বৈঠকে বসছে মেডিকেল বোর্ড।

গত শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার সরকারের ব্যবস্থাপনায় আসা একটি এয়ার অ্যাম্বুলেন্সে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেদিন ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, রোববারও তার যাওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা বিবেচনায় আগামী মঙ্গলবার বা বুধবার তাকে লন্ডনে নেয়া হতে পারে।

টানা ১৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। শুক্রবার ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে তার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী পাকস্থলীর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে। তবে লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতার কারণে তিনি এখনো ঝুঁকিমুক্ত নন।

শাশুড়ির চিকিৎসার তদারকি ও তাকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। শুক্রবার বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে গিয়ে তিনি বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং রাতেও দীর্ঘ সময় হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেয়ার কথা রয়েছে, যার যাবতীয় ব্যয় ও তদারকি করছে কাতার সরকার।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত