ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকায় পৌঁছেছেন ডা. জোবায়দা রহমান

২০২৫ ডিসেম্বর ০৫ ১১:১৮:২৪

ঢাকায় পৌঁছেছেন ডা. জোবায়দা রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। ভিআইপি ফটক ব্যবহার করে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে বিমানবন্দরের বাইরে বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে অপেক্ষা করেছেন।

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য শুক্রবার দুপুরে ঢাকা ছাড়তে পারে কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এ যাত্রায় তার সঙ্গে থাকবেন পরিবারের সদস্য ডা. জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

লন্ডন যাত্রার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূর উদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল এবং ডা. মোহাম্মদ আল মামুন। নিরাপত্তা দলের দায়িত্বে থাকবেন এসএসএফের হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। এছাড়া সহকারী ও গৃহকর্মীও তার সঙ্গে থাকবেন।

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলমান। গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে রয়েছেন। তার চিকিৎসায় লন্ডন ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিক্যাল বোর্ডে যুক্ত আছেন। হাসপাতালে তার খোঁজ নিতে প্রতিদিনই আসছেন রাজনৈতিক নেতারা, আর দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ দিনরাত অপেক্ষায় রয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত