ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্বকাপ ড্রয়ের আগমুহূর্তে সতর্কবার্তা দিলেন মেসি

২০২৫ ডিসেম্বর ০৪ ১০:৫২:৩৭

বিশ্বকাপ ড্রয়ের আগমুহূর্তে সতর্কবার্তা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে আবারও ফুটবল দুনিয়ার দৃষ্টি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দিকে। বিশ্বকাপের ড্র হতে যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে, আর তার আগের দিনই বর্তমান চ্যাম্পিয়ন দলের অধিনায়ক খোলাসা করলেন নিজের অনুভূতি যেখানে উত্তেজনার সঙ্গে মিলেমিশে আছে অনিশ্চয়তার সতর্ক বার্তা। কাতারে ইতিহাস গড়া সেই সাফল্য পুনরাবৃত্তির আশায় থাকলেও, মেসি জানিয়ে দিলেন বিশ্বকাপ ঠিক ততটাই নিষ্ঠুর, যতটা রোমাঞ্চকর।

ইএসপিএনকে দেওয়া এক গভীর আলাপচারিতায় মেসি বলেন, “জাতীয় দল সবসময় চেষ্টা করবে সেরাটা দিতে। তবে বিশ্বকাপ এমন একটি টুর্নামেন্ট, যেখানে ক্ষুদ্রতম ভুলও দলকে বাড়ি পাঠিয়ে দিতে পারে। যেকোনো ম্যাচেই মুহূর্তের ছোট সিদ্ধান্ত ম্যাচ ঘুরিয়ে দেয়।” তিনি উদাহরণ টানেন ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে কঠিন দুই ম্যাচের, যেখানে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ করেছিল পেনাল্টি শুটআউট।

নিজের দেখা সর্বকালের সেরা কোচ প্রসঙ্গে তিনি গার্দিওলার নাম উল্লেখ করে বলেন, “পেপকে আমি অনন্যই বলব। তার ফুটবল চিন্তা, দৃষ্টিভঙ্গি, খেলোয়াড়দের বোঝানোর ক্ষমতা সবকিছুই তাকে অন্যদের থেকে আলাদা করে।”

২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রত্যাশা আকাশচুম্বী। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আর্জেন্টিনা মাঠে নামলেও সহজ হবে না পথচলা এটাই মনে করিয়ে দিলেন মেসি। যদিও তিনি এখনো পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে ফুটবলবিশ্বের বড় অংশই ধারণা করছে আরও একবার দেখা যাবে আর্জেন্টাইন জাদুকরকে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো আগে থেকেই জানিয়ে রেখেছেন ২০২৬-ই তার শেষ বিশ্বকাপ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত