ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইসির ৮০ কর্মী চাকরিচ্যুত

২০২৫ ডিসেম্বর ০২ ২০:৩০:১২

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইসির ৮০ কর্মী চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) অধীনস্থ ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস’ (আইডিইএ-২) প্রকল্পের ৮০ জন কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে চুক্তির মেয়াদ বৃদ্ধির সময় অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের পুনঃনিয়োগ দেওয়া হয়নি।

আইডিইএ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, প্রকল্পের বর্ধিত মেয়াদের (১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত) জন্য জনবল মূল্যায়নে বার্ষিক কর্মদক্ষতা ও শৃঙ্খলার রেকর্ড পর্যালোচনা করা হয়েছে। এতে ৮০ জনের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির প্রমাণ বা অভিযোগ পাওয়া গেছে, যা নির্বাচন কমিশন ও প্রকল্পের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। ফলে তাদের চুক্তির মেয়াদ আর বাড়ানো হয়নি।

তবে চাকরিচ্যুতদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অনেকের বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনা হয়েছে এবং কোনো ধরনের তদন্ত ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রকল্প কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, চাকরিচ্যুতদের আজকের (২ ডিসেম্বর) মধ্যে তাদের দায়িত্বে থাকা সব মালামাল সংশ্লিষ্ট দপ্তরে বুঝিয়ে দিতে হবে। মালামাল বুঝিয়ে দিয়ে ছাড়পত্র গ্রহণ করলেই কেবল তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত