ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রেম স্বীকারের নাটক: শেষ পর্যন্ত প্রেমিককে হ-ত্যা করলেন বাবা

২০২৫ ডিসেম্বর ০২ ১৭:৪৩:৩৩

প্রেম স্বীকারের নাটক: শেষ পর্যন্ত প্রেমিককে হ-ত্যা করলেন বাবা

নিজস্ব প্রতিবেদক :ভারতের মহারাষ্ট্রে মেয়ের প্রেমিককে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন গজানন বালাজি মামিদ্বার নামে এক ব্যক্তি। অভিযোগ অনুযায়ী, তার ভাইয়েরাও এই হত্যাকাণ্ডে জড়িত। নিহত যুবকের নাম সক্ষম তাতে, যিনি বালাজি মামিদ্বারের মেয়ে আঁচল মামিদ্বারের প্রেমিক ছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আঁচল অভিযোগ করেছেন—তার বাবা ও ভাইয়েরা প্রেমের সম্পর্ক মেনে নেওয়ার ভান করে সক্ষমকে হত্যার পরিকল্পনা করেন। গত ২৭ নভেম্বর সেই পরিকল্পনা বাস্তবায়ন করে তাকে হত্যা করা হয়। এই ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আরও বেশি, কারণ সক্ষমের মৃত্যুপরবর্তী শেষকৃত্যের সময় তার মরদেহকে ‘বিয়ে’ করেন আঁচল।

এরই মধ্যে একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—গত ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী উৎসবে বালাজি মামিদ্বার তার মেয়ে ও প্রেমিক সক্ষমের সঙ্গে নাচছেন। মেয়েকে তিনি কোলে টেনে আদরও করছেন। অথচ এখন আঁচল পরিবার থেকে সম্পর্ক ছিন্ন করে প্রেমিকের বাড়িতে গিয়ে উঠেছেন।

আম্বেদকর জয়ন্তী পালিত হয় ড. বি. আর. আম্বেদকরের জন্মদিনে। তিনি ভারতের দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করেছেন। সক্ষম ছিলেন দলিত সম্প্রদায়ের, আর আঁচল ছিলেন অন্য একটি পিছিয়ে থাকা বিশেষ গোষ্ঠীর সদস্য।

সূত্র জানিয়েছে, হত্যার আগে আঁচলের বাবা সক্ষমের বিশ্বাস অর্জনের চেষ্টা করেন। পরে সক্ষমকে গুলি ও টাইলস দিয়ে আঘাত করে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। এতে আঁচলের কিশোর ছোট ভাইও জড়িত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সক্ষম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

হত্যার পরের দিন তার শেষকৃত্যে উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে আঁচল মৃত প্রেমিকের সঙ্গেই বিয়ে সম্পন্ন করেন। আঁচল জানান, তার বাবা শর্ত দিয়েছিলেন—সক্ষম যদি তাকে বিয়ে করতে চায়, তবে তাকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হতে হবে। সক্ষম এতে রাজিও ছিলেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত