ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য ব্যবস্থা নেবে সরকার

২০২৫ ডিসেম্বর ০২ ১৪:৩০:০৯

প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর প্রয়োজন হলে সরকার সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন জানান, খালেদা জিয়ার দল বা পরিবার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত দিলে তাকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করবে সরকার। এসময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাসের আবেদন করেননি। প্রয়োজনে তিনি আবেদন করলে পাস ইস্যু করা হবে।

তারেক রহমানের ঢাকায় ফিরতে চাওয়ার বিষয়ে সরকার কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত