ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

‘খালেদা জিয়া খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন’

২০২৫ ডিসেম্বর ০১ ১৫:০১:৫৭

‘খালেদা জিয়া খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গত কয়েক দিনে গুরুতরভাবে অবনতি ঘটেছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন যা-ই বলি না কেন, ম্যাডাম খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। আমরা শুধু তার জন্য জাতির কাছে দোয়া চাই।’

এর আগে চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ফেসবুকে সংক্ষিপ্ত স্ট্যাটাসে জানান, ‘ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশনে সাপোর্ট দেওয়া হচ্ছে। আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করি।’ এই পোস্ট ছড়িয়ে পড়ার পর দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে যে মুহূর্তে তথ্য দেবেন, আমরা তা জানাবো। এর বাইরে কোনো সূত্র থেকে তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।’

শায়রুল আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পেতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। ‘ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন ছাড়া অন্য কোনও বক্তব্য ব্যবহার না করতে অনুরোধ করছি। এছাড়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্যও অনুরোধ জানাই।’

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়া এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের তত্ত্বাবধানে তার অবস্থার ক্রমাগত অবনতি ঘটায় দলের ভেতরে উদ্বেগ বাড়ছে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা প্রতিদিনই হাসপাতালে অবস্থান করছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত