ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সেনাবাহিনী এমন এক গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা দেশটির সামরিক ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন রিজার্ভ জেনারেল ও বিশ্লেষক ইতজাক ব্রিক। তার মতে, দীর্ঘমেয়াদি যুদ্ধের চাপ এবং সেনা সদস্যদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা মিলিয়ে আজ সেনাবাহিনী “সবচেয়ে ভয়াবহ জনবল ঘাটতি”র মুখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে।
ইতজাক ব্রিক দৈনিক মারিভ এ প্রকাশিত তার এক মতামত নিবন্ধে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার সেনাবাহিনীর ডাকে সাড়া দেননি। কেউ কেউ চাকরির মেয়াদ নবায়ন করতে দ্বিধা করছেন, অনেকে সরাসরি অস্বীকৃতি জানাচ্ছেন যা সামরিক কাঠামোর ওপর বড় চাপ তৈরি করেছে।
গত দুই বছর ধরে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরাইল। দেশটির গণমাধ্যম, সেনাবাহিনীর তথ্য উদ্ধৃত করে জানায়, এ সময়ে ইসরাইলি বাহিনীর ৯২৩ সদস্য নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও প্রায় ৬ হাজার ৫০০ জন। পাশাপাশি, প্রায় ২০ হাজার সেনা যুদ্ধ-পরবর্তী মানসিক ধকল বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেসে ভুগছে। সমালোচকদের মতে, কঠোর সামরিক সেন্সরশিপের আড়ালে প্রকৃত হতাহতের তথ্য জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না।
ব্রিক আরও জানান, সৈন্য সংকটের কারণে অনেক কর্মকর্তা দ্রুত অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এবং তরুণ সেনারা দীর্ঘমেয়াদি চুক্তি এড়িয়ে যাচ্ছেন। এর ফলে সেনাবাহিনীর বিভিন্ন শাখায় কর্মী ঘাটতি তৈরি হয়েছে, যা সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও যুদ্ধোপকরণ পরিচালনাকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। তার সতর্কবার্তা এভাবে চলতে থাকলে পুরো বাহিনীই কার্যত স্থবির হয়ে পড়তে পারে।
জনবল সংকটের জন্য তিনি দায়িত্ব চাপান ইসরাইলের আগের চিফ অব স্টাফদের ওপর। ব্রিকের মতে, গত কয়েক বছরে জনবল কমানো, সার্ভিসের মেয়াদ হ্রাস এবং অভিজ্ঞ সেনাদের বাহিরে ঠেলে দেওয়ার মতো সিদ্ধান্তগুলোই আজকের সংকটের জন্য দায়ী। এসব পদক্ষেপের ফলে অদক্ষ সদস্যরা সংবেদনশীল দায়িত্ব পেয়েছে, যারা বর্তমান যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারছে না।
পরিস্থিতিকে আরও জটিল করেছে পুরোনো প্রযুক্তি ও দুর্বল তথ্যভান্ডার, যার কারণে সেনাবাহিনী ‘তথ্য অন্ধত্বে’ ভুগছে বলে মন্তব্য করেন ব্রিক। তার দাবি, জনবল ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে দায়িত্বহীনতা ও উদাসীনতা চলেছে এবং তা অব্যাহত থাকলে ইসরাইলি সেনাবাহিনী দ্রুতই “সম্পূর্ণ অচল” অবস্থায় পৌঁছে যেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল বনাম পর্তুগাল: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- মৃ'ত্যুর আগে ফেসবুক স্ট্যাটাসে যা লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী