ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

প্লট জালিয়াতি মামলায় রেহানা-টিউলিপ সিদ্দিকীর কারাদণ্ড

২০২৫ ডিসেম্বর ০১ ১২:৪৫:১৭

প্লট জালিয়াতি মামলায় রেহানা-টিউলিপ সিদ্দিকীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

এই রায়ের ফলে মামলার অন্য আসামিদের শাস্তি ও অর্থদণ্ডও চূড়ান্তভাবে কার্যকর হবে। আদালতের সিদ্ধান্তে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর নজরদারি আরও তীব্র হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া এই রায় নেয়া হয়েছে এমনভাবে যাতে ভবিষ্যতে সরকারি প্রকল্পে জালিয়াতি বা অনিয়মের প্রতিরোধ সম্ভব হয় এবং নাগরিকদের মধ্যে ন্যায়বিচার এবং স্বচ্ছতার বার্তা পৌঁছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত