ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
জাতীয় পার্টির নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক জোট
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ১৬ রাজনৈতিক দলের সমন্বয়ে একটি নতুন জোট গঠন হতে যাচ্ছে, যার মধ্যে রয়েছে জাতীয় পার্টির একাংশ। চলতি সপ্তাহে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।
রোববার বিকালে গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’ নামে বৃহৎ রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে ঐক্যমত্য স্থাপন করা হয়। সভায় অংশ নেন জাতীয় পার্টির একাংশ ও ১৫টি ছোট রাজনৈতিক দলের শীর্ষ নেতা।
জোটের মুখপাত্র হিসেবে মনোনীত করা হয় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে। এছাড়া, জোটের অন্তর্ভুক্ত সকল দলের সিনিয়র নেতাদের নিয়ে গঠিত হয় একটি লিয়াজো কমিটি। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
সভায় আরও বক্তব্য রাখেন: জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদ, বাংলাদেশ জাতীয় পার্টি-(মতিন) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম সিরাজুল ইসলাম, মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, বাংলাদেশ ইসলামিক জোটের চেয়ারম্যান আবু নাসের ওহেদ ফারুক, জাতীয় সংস্কার জোটের সভাপতি মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান মো. আখতার হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (একাংশ)-জাগপার সভাপতি মহিউদ্দিন বাবলু, বাংলাদেশ সার্বজনীন দলের সভাপতি নূর মোহাম্মদ মনির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পিস অ্যালাইন্সের চেয়ারম্যান হাজী এসএমএ জলিল, ন্যাপ ভাসানীর মহাসচিব জহিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন আরও বাংলাদেশ গণধিকার পার্টির চেয়ারম্যান মো. আখতার হোসেন, এসএম আশিক বিল্লাহ (ডেমোক্র্যাটিক পার্টি ও গণতান্ত্রিক জোট বাংলাদেশ), মোহাম্মদ আনিসুর রহমান।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হলেও, সকলের মধ্যে দ্বিধাদ্বন্দ সৃষ্টি হচ্ছে। আমরা চাই দেশের জনগণের কাছে একটি তৃতীয় ধারার সুস্থ রাজনীতি উপহার দিতে। যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন অংশগ্রহণ করি, তাহলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। জোটের মূল মন্ত্র হবে বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, উদার গণতন্ত্র এবং সকল ধর্মের মানুষের সহাবস্থান।”
জোটের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, “আগামী সংসদ নির্বাচন ও দেশের সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য আমরা ১৬টি দলকে নিয়ে বৃহত্তর জোট গঠন করেছি। আশা করছি চলতি সপ্তাহে ঢাকার পাঁচ তারকা হোটেলে এই জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। দেশ যদি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে, আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব।”
সভায় উপস্থিত ছিলেন আরও জাতীয় পার্টির কো-চেয়ারম্যানরা সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ।
প্রেসিডিয়ামের সদস্যরা ছিলেন: নাসরিন জাহান রত্না, মাসরুর মাওলা, নাজমা আক্তার, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, মো. আরিফুর রহমান খান, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সরদার শাজাহান, মোবারক হোসেন আজাদ, জাহাঙ্গীর হোসেন মানিক, ফখরুল আহসান শাহজাদা, শাহ জামাল রানা, শেখ মাতলুব হোসেন লিয়ন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)