ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

বাবার কোনো খোঁজ নেই: ইমরান খানের ছেলে

২০২৫ নভেম্বর ২৮ ১৬:৫৭:৪৪

বাবার কোনো খোঁজ নেই: ইমরান খানের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে নিয়ে গভীর রহস্য ও অনিশ্চয়তা ঘনীভূত হয়েছে। দীর্ঘদিন ধরে তার কোনো সঠিক খবর না পাওয়ায় উদ্বেগে রয়েছে পরিবার ও সমর্থকরা। এমন পরিস্থিতিতে তার ছেলে কাসিম খান সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বাবার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে এক্সে (সাবেক টুইটার) কাসিম খান জানান,৮৪৫ দিন ধরে ইমরান খান কারাগারে আছেন এবং গত ছয় সপ্তাহ ধরে ডেথ সেলে সম্পূর্ণ একা রাখা হয়েছে। আদালতের স্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। কাসিম বলেন, কোনো ফোন কল, কোনো সাক্ষাৎ কিংবা তার সুস্থতার কোনো তথ্য পরিবারকে জানানো হচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, একে নিরাপত্তা প্রটোকল বলা হলেও বাস্তবে এটি ইচ্ছাকৃতভাবে পরিবারকে অন্ধকারে রেখে দেওয়ার একটি নির্মম সিদ্ধান্ত। তার দাবি ইমরান খানের অবস্থা গোপন রাখতে ও তার নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাসিম হুঁশিয়ারি দিয়ে বলেন, তার বাবাকে আলাদা করে আটকে রাখার প্রতিটি পরিণতির আইনি, নৈতিক ও আন্তর্জাতিক দায় পাকিস্তান সরকার এবং তাদের ‘মনিবদের’ ওপর বর্তাবে। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণতন্ত্রে বিশ্বাসী বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানান।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খানের বোন নোরিন নিয়াজি বলেন, পরিবারের কাউকেই ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। দলের নেতাদের নির্ধারিত সাক্ষাৎও বাতিল করা হয়েছে। ফলে জনগণ ও পরিবার উভয়ই উদ্বেগের মধ্যে রয়েছে। তিনি অভিযোগ করেন, পিটিআই সমর্থকদের ওপর নজিরবিহীন দমন-পীড়ন চালানো হচ্ছে এবং নারী, শিশু, বয়োবৃদ্ধ কেউই নিরাপদ নয়।

বৃহস্পতিবার ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির অবস্থার খোঁজ নিতে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদি আদিয়ালা কারাগারে যান। এ সময় পিটিআইয়ের নেতাকর্মীরা বাইরে বিক্ষোভ করেন। তবে ইমরান খানের আরেক বোন আলেমা খানকে কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তার স্বাস্থ্যের বিষয়ে গুজব ছড়িয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দাবি করে, ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন।

তবে পরিবার ও রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন যদি তিনি সত্যিই সুস্থ থাকেন, তাহলে কেন তাকে পরিবার ও আইনজীবীদের থেকে বিচ্ছিন্ন রাখা হচ্ছে? এই প্রশ্নের জবাব যতক্ষণ না পরিষ্কার হয়, ততক্ষণ ইমরান খানের অবস্থান ও নিরাপত্তা নিয়ে বিতর্ক আরও তীব্রতর হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত