ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

ইমরান খানের মৃ’ত্যুর বিষয়ে যা জানাল পাকিস্তান সরকার ও পিটিআই

২০২৫ নভেম্বর ২৮ ১২:৫৮:৫৭


ইমরান খানের মৃ’ত্যুর বিষয়ে যা জানাল পাকিস্তান সরকার ও পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে অসুস্থতা ও মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়লেও সেটিকে সম্পূর্ণ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান সরকার ও পিটিআই। আদিয়ালা কারাগারের উচ্চ নিরাপত্তার সেলে থাকা ইমরান খান বর্তমানে সুস্থ আছেন বলে দল ও সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং সরকারের পৃথক বিবৃতিতে জানানো হয়, সাবেক এই প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি না পেয়ে বাইরে অবস্থান নেন। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার অষ্টমবার ইমরানের সঙ্গে সাক্ষাতের প্রচেষ্টা। আইনজীবী, চিকিৎসক ও পরিবারের সদস্যদেরও সাক্ষাতের অনুমতি না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে পিটিআই।

ইমরানের শারীরিক অবনতি এবং গোপনে তাকে অন্যত্র স্থানান্তরের গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে #ইমরানখানকোথায় হ্যাশট্যাগটি দ্রুত ট্রেন্ডিংয়ে উঠে আসে। এ নিয়ে জাপানি একটি সংবাদমাধ্যম ও বিবিসিও খবর প্রকাশ করে।

এদিকে পিটিআইয়ের বিবৃতিতে জানানো হয়, ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর কাছে তার বাবার নিরাপত্তা নিশ্চিতকরণ ও আদালতের নির্দেশমতো সাক্ষাতের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এআরওয়াই নিউজকে বলেন, ইমরান খান সুস্থ আছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা, ব্যায়াম ও খাদ্যাভ্যাসসহ সবকিছুই নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে।

পিটিআই নেতা আলি জাফর ডন নিউজটিভিকে বলেন, “খবরটি সম্পূর্ণ গুজব এবং আমরা চাই সরকার সাক্ষাতের অনুমতি দিক যাতে সবাই নিজ চোখে নিশ্চিত হতে পারে।”

এছাড়া পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব ওয়াকাস আকরাম জানান, “ভারত ও আফগানিস্তান থেকে ছড়ানো ভুয়া প্রচারণা আমরা প্রত্যাখ্যান করেছি। সরকার ইমরান খানের ক্ষতি করতে পারবে না।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত