ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ১ টাকা, যেদিন থেকে কার্যকর

২০২৫ জানুয়ারি ৩১ ২১:১১:৪৬
জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ১ টাকা, যেদিন থেকে কার্যকর

ডুয়া ডেস্ক: জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের জন্য নতুন দাম নির্ধারণ করেছে সরকার। জানুয়ারি মাসের তুলনায় সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এই মূল্য ঘোষণা করে। ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে, ডিজেল এবং কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১০৫ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকায় নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্য আগামীকাল (শনিবার) থেকে কার্যকর হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিমাসে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের জন্য একটি প্রাইসিং ফরমুলা প্রণয়ন করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে