ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে সপ্তাহজুড়ে কাঁপল দেশ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

২০২৫ নভেম্বর ২৮ ০৬:৫৩:৪৮

ভূমিকম্পে সপ্তাহজুড়ে কাঁপল দেশ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক :এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে মোট সাতটি এবং রাজধানী ঢাকায় পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ২১ ও ২২ নভেম্বর মাত্র ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকায় চারবার কম্পন হয়। এরপর ২৬ নভেম্বর গভীর রাত থেকে ২৭ নভেম্বর বিকেল পর্যন্ত ১৩ ঘণ্টায় আরও তিনটি ভূমিকম্প হয়, যার একটি রাজধানীতে অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আতঙ্কের নয়, তবে সতর্ক থাকা জরুরি। দীর্ঘদিন বড় কোনো ভূমিকম্প না হওয়ায় ভূমির নিচে বিপুল শক্তি জমা হয়েছে, যা ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে। ২১ নভেম্বরের ৫.৭ মাত্রার ভূমিকম্পটি শক্তি হিসেবে মাঝারি হলেও প্রকৃতপক্ষে তা ছিল বেশ শক্তিশালী। এমন শক্তিশালী ভূমিকম্পের পর কয়েক সপ্তাহ ধরে ছোট ছোট আফটারশক হওয়া স্বাভাবিক। তবুও বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। তাই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এখনই সবার গ্রহণ করা উচিত।

নগরবাসীকে ভূমিকম্পের সময় বাইরে দৌড়ে না গিয়ে যেখানে আছেন সেখানেই নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুর্যোগ–সচেতনতা বাড়াতে ন্যাচারাল ডিজাস্টার গেম তৈরি, ওয়ার্ডভিত্তিক ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ এবং রেট্রোফিটিংয়ের মতো উদ্যোগ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, সাম্প্রতিক ভূমিকম্পগুলোর বেশির ভাগই একই এলাকার মধ্যে ৫ থেকে ১০ কিলোমিটার ব্যবধানে ঘটেছে। তার হিসাব মতে, এই সাবডাকশন জোনে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের মতো শক্তি জমা রয়েছে, যা আগামী ৫০ থেকে ১০০ বছরের যেকোনো সময় বের হতে পারে। যত দেরি হবে, সম্ভাব্য ধাক্কার তীব্রতা তত বাড়বে। ২১ নভেম্বর নরসিংদীতে প্লেট আনলকড হয়ে অল্প কিছু শক্তি বের হলেও তা মোট শক্তির খুবই সামান্য অংশ।

বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী জানান, ২১ নভেম্বরের ভূমিকম্পের পরে হওয়া সব কম্পনই আফটারশক। তবে প্রস্তুতির ঘাটতি রাখার সুযোগ নেই।

গত এক সপ্তাহে হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে সর্বশেষটি ২৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে ঘটে, যার মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। এর আগে ২৬ নভেম্বর গভীর রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রা এবং সিলেটে ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ২২ নভেম্বর একদিনে ঢাকায় তিনবার কম্পন হয়—এক সেকেন্ড ব্যবধানে টানা দুটি কম্পনসহ বাড্ডায় ৩.৭ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড হয়। ২১ নভেম্বরের ৫.৭ মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত ও ছয় শতাধিক আহত হন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত