ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

ধর্ম দিয়ে ভোট চাওয়া বেদআত ও শিরক: এ্যানি

২০২৫ নভেম্বর ২৭ ১৫:৫৭:০০

ধর্ম দিয়ে ভোট চাওয়া বেদআত ও শিরক: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ধর্মকে ভোটের হাতিয়ার বানিয়ে প্রতারণা করা হচ্ছে, যা বেদআত ও শিরক। এ ধরনের অপব্যবহারের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এ মন্তব্য করেন।তিনি বলেন, আমরা ধর্মান্ধ নই, ধর্মকে অপব্যবহার করে রাজনীতি করি না। যারা আজ জান্নাতের টিকিট দেয়ার কথা বলে এবং দাঁড়িপাল্লায় ভোট চায়, তাদের উদ্দেশ্য স্পষ্ট ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা। এ এলাকার মানুষ কখনো ধর্মান্ধতার কারণে দাঁড়িপাল্লায় ভোট দেয়নি।

এ্যানি আরও বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংবিধানে সর্বপ্রথম লিপিবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। তিনি বিএনপিকে কোনো ইসলামিক দল ঘোষণা করেননি; এ দেশের সব ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য নাম দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সবার ধর্ম ও বিশ্বাসের প্রতি আমাদের সমান শ্রদ্ধা রয়েছে।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া এবং ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভা শেষে এ্যানি নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নৌকার বিরুদ্ধে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত